
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রত্যেক দেশেরই জাতীয় সঙ্গীত, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল থাকে। দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে মাথায় রেখে জাতীয় তকমা নির্ধারণ করা হয়। অনেক সময় এক দেশের জাতীয় জিনিস অন্য দেশের মতই বলে মনে হয়। তবে, তার মধ্যেও সামান্য পার্থক্য থেকে থাকে। এইন প্রতিবেদনে ভারত ও তার প্রতিবেশী বিভিন্ন দেশের জাতীয় পশু কি তার বিবরণ রইল।
ভারতের জাতীয় পশু বাঘ-
ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারই কেন জাতীয় পশু হল, সিংহ বা অন্য পশু কেন নয়, তা কখনও ভেবে দেখেছেন কি? কারণ কয়েক দশক আগেও ভারতের জাতীয় পশু ছিল অন্য। ১৯৭৩ সালে ভারতের জাতীয় পশুর তকমা পায় রয়্যাল বেঙ্গল টাইগার। কোনও প্রাণী বা বস্তুকে জাতীয় সম্পদ ঘোষণার ক্ষেত্রে দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে মাথায় রাখা হয়। জাতীয় পশু নির্বাচনের ক্ষেত্রেও এই মাপকাঠি থাকে। সৌন্দর্য এবং আকর্ষণের পাশাপাশি সেই পশু সংশ্লিষ্ট দেশের নিজস্ব পশু কি না, তাও দেখা হয়। আবার সংরক্ষণের প্রয়োজন রয়েছে, এমন পশুতকেও জাতীয় স্বীকৃতি দেওয়া হয়।
রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ভারতের সম্পর্ক খ্রিষ্টপূর্ব ২৫ সাল থেকেই। সিন্ধু সভ্যতার নিদর্শনেও রয়্যাল বেঙ্গল টাইগার আঁকা থাকতে দেখা গিয়েছে। প্রাক আর্য সমাজে শিবের মূর্তি পাশে থাকত বাঘ। মহেঞ্জোদাড়ো সভ্যতার নিদর্শনে এর হদিশ মিলেছে। উত্তর ভারতের বাঘেল রাজপুতদের বাঘের উপাসকদের বংশধর হিসেবে ধরা হয়। যে কারণে বাঘেল রাজপুতরা কখনও বাঘ শিকার করেন না। চোল সাম্রাজ্যের বাঘের উপাসনার চল ছিল। দেবী দুর্গার বাহনও বাঘই। ভারতীয় মুদ্রা এবং ডাক টিকিটেও বাঘের ছবি ব্যবহৃত হয়।
সিংহের পরিবর্তে বাঘকে জাতীয় পশু ঘোষণা করার নেপথ্যে ছিল বন্যপ্রাণ সংরক্ষণের তাগিদ। সাতের দশকে দেশে বাঘের সংখ্যা বিপজ্জনক ভাবে কমে আসে। বাঘের সংখ্যাবৃদ্ধি এবং তাদের বাঁচাতেই বাঘকে জাতীয় পশু ঘোষণা করা হয়। ১৯৭৩ সালের এপ্রিল মাসে বাঘকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া হয়। সেই বছরই উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে ব্যাঘ্র প্রকল্পের সূচনা করে তদানীন্তন সরকার।
চিনের জাতীয় পশু পান্ডা
দৈত্যাকার পান্ডা চিনে জাতীয় আইকন। স্থানীয় বাঁশের বনে আইন দ্বারা সুরক্ষিত থাকে এই পান্ডারা। হাজার হাজার বছর ধরেই চিনা শিল্প-সংস্কৃতির সঙ্গে এই প্রাণীটির যোগসূত্রে মেলে। ফলে এই পান্ডাই বারতের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় পশু।
পাকিস্তানের জাতীয় পশু মারখোর ছাগল
বিশেষ এক ধরনের বন্য জাতের ছাগল হল এই মারখোর। পাকিস্তানে এই মারখোর ছাগলটি জাতীয় পশু হিসেবে বিবেচনা করা হয়। ভারতেও কোনও কোনও অঞ্চলে এই ধরনের ছাগল দেখতে পাওয়া যায়। আফগানিস্তানেও এই ধরনের প্রজাতির ছাগলের দেখা মেলে।
আফগানিস্তানের জাতীয় পশু স্নো লেপার্ড
তুষার চিতা হল প্রতিবেশী আফগানিস্তানের জাতীয় পশু।
মালয়েশিয়া জাতীয় পশু মালয় বাঘ
মালয়েশিয়ার জাতীয় পশু মালয় বাঘ। এটি মালয়েশিয়ার কোট অফ আর্মস-এ ব্যবহৃত হয় এবং দেশটির সকার দলেও এই বাঘের প্রতীক ব্যবহার করা হয়। মালয় বাঘ বিপন্ন প্রজাতির বাঘ। এই বাঘের সংখ্যা কমছে এবং দেশটি অনেক বন্য বাঘ হারিয়েছে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের